প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হবে না: চরমোনাই পীর

টুইট ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন আয়োজন হবে না। শুক্রবার রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দল পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে ভোট চাইছে। তাই জনগণ পিআর চায় কিনা তা জানার জন্য প্রয়োজনে গণভোটের আয়োজন করা উচিত। এছাড়া তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার ও বিচারের বিষয়ে ওয়াদা ভঙ্গের কথাও উল্লেখ করেন।