সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটছে। উপজেলার কয়ড়া ইউনিয়নের নগরকয়ড়া ও কৃষ্টপুর কয়ড়া এলাকার যৌথ কবরস্থান থেকে কঙ্কাল গুলো চুরি হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় মুসল্লীরা ফজরের নামাজ পড়ে কবরস্থানে কবর জিয়ারত করতে গেলে একসাথে ৭টি কবর খোঁড়া দেখতে পায়। পরে স্থানীয় একজন কবর খুঁড়ে তা শুন্য দেখতে পায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতংক বিরাজ করছে।
এলাকাবাসী জানায়, গভীর রাতে দুর্বৃত্তরা কবর খুঁড়ে এসব কঙ্কাল চুরি করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে কবরস্থান থেকে কঙ্কাল চুরির এ ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।