১০০ টাকার বাধ্যতামূলক রিচার্জে ক্ষোভ মেট্রোরেল যাত্রীদের

টুইট ডেস্ক: রাজধানীর জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলে এমআরটি বা র‍্যাপিড পাসে ন্যূনতম ১০০ টাকা রিচার্জ বাধ্যতামূলক করায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এর আগে ২০ টাকা রিচার্জ করলেই যাত্রা করা যেত, কিন্তু ২৩ জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর অনেকে ভোগান্তিতে পড়েছেন।

যাত্রীরা বলছেন, সব সময় ১০০ টাকা রিচার্জ করার মতো অবস্থা সবার থাকে না। অনেক সময় মাত্র ২০ বা ৫০ টাকার প্রয়োজন হলেও কাউন্টারে রিচার্জ করাতে বাধা দেওয়া হচ্ছে। এমনকি ১২০ টাকা দিলে কর্মীরা ১০০ টাকা রিচার্জ করে ২০ টাকা ফেরত দিচ্ছেন। এতে সাধারণ যাত্রীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি হয়েছে।

যাত্রীদের অভিযোগ, এমআরটি পাস রিপ্লেসমেন্ট সেবা বন্ধ থাকায় কার্ড হারিয়ে গেলে পুরো অর্থ হারিয়ে যায়। এতে তারা অযাচিত আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।

ফেসবুকভিত্তিক মেট্রোরেল যাত্রীদের সংগঠনও বিষয়টি লিখিতভাবে কর্তৃপক্ষকে জানিয়েছে। তাদের দাবি, ১০০ টাকার নিচে রিচার্জের সুযোগ রাখা উচিত, অন্যথায় এটি যাত্রী অধিকারের লঙ্ঘন এবং কর্তৃপক্ষের ‘মনোপলি’ আচরণের প্রতিফলন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, মেট্রোরেল পরিচালনায় যাত্রী স্বার্থকে উপেক্ষা করা হচ্ছে। শুধু রিচার্জ নয়, ভাড়া, সেবা এবং সময়সূচি– সবক্ষেত্রেই যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।