কলম্বিয়ায় পৃথক দুই হা’মলায় নি/হ/ত ১৭ জন
টুইট ডেস্ক: কলম্বিয়ায় বিমানঘাঁটি ও পুলিশের হেলিকপ্টারে পৃথক দুটি হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
কর্তৃপক্ষ জানায়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কালি শহরে একটি সামরিক বিমানঘাঁটিতে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দিয়ে হামলা চালানো হয়। যার বিস্ফোরণে কমপক্ষে ৫ জনের প্রাণ গেছে। আহত হন আরও ৩০ জন।
এদিকে, মাদক ধ্বংসের লক্ষ্যে অ্যান্টিওকিয়া প্রদেশে যাওয়ার সময় পুলিশ সদস্যেদের বহনকারী একটি হেলিকপ্টারে ড্রোন হামলা চালানো হয়। এতে কমপক্ষে ১২ পুলিশ সদস্য নিহত হন।
হামলাগুলোর জন্য বিলুপ্ত সশস্ত্র গোষ্ঠী ‘রেভ্যুলশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া’র বিদ্রোহীদের দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেদ্রো।