ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে: তারেক রহমান
টুইট ডেস্ক : আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিজয় ঠেকাতে বিভিন্ন রাজনৈতিক দল নতুন শর্ত আরোপ করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে—এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২১ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান।
তারেক রহমান বলেন, সংসদ নির্বাচন ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলছে। তবে জনগণের ভোট ছাড়া কোনো দল ক্ষমতায় যেতে পারবে না। এজন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, “রাজনীতিতে বিতর্ক থাকবে, কিন্তু বিরোধ এমন জায়গায় নেয়া উচিত নয়, যাতে পরাজিত শক্তি সুযোগ নিতে পারে।”