লালপুরে স্ত্রীকে শ্বাসরোধে হ’ত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক : নাটোরের লালপুর উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. সোহাগ তালুকদার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম (৪১) উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুল কাদের মিয়া জানান, ২০০৯ সালে সিরাজুলের সঙ্গে একই উপজেলার রাম নারায়ণপুর গ্রামের লতা খাতুনের (২৭) বিয়ে হয়। বিয়ের পর থেকেই লতা স্বামীর নির্যাতনের শিকার হন। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।
২০২০ সালের ২৭ এপ্রিল লালপুরের জোকাদহ বটতলা এলাকায় লতার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে এটি অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত হলেও তদন্তে জানা যায়, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এরপর ওই বছরের ১৩ ডিসেম্বর লতার বাবা সিরাজুলকে আসামি করে মামলা করেন।
২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা, লালপুর থানার তৎকালীন এসআই মো. মেসবাউল হক আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।