রুমায় স্কুলছাত্রী শ্লীলতাহানি: সালিশে দায়মুক্তি
৫ বন্ধু মিলে: রুমায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, সামাজিক বিচারে ৫০ হাজারে দায়মুক্তি!
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত পাঁচ যুবককে সামাজিক সালিশে মাত্র ৫০ হাজার টাকা ও একটি শুকরের জরিমানা ধার্য করে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, ১৯ আগস্ট সন্ধ্যায় পাইন্দু ইউনিয়নের পাইন্দু হেডম্যান পাড়ায় কারবারী থোয়াইসা মার্মার বাসভবনে সালিশ বসে। নেতৃত্ব দেন ২নং ওয়ার্ড মেম্বার গংবাসে মার্মা ও হেডম্যান মংচউ মার্মাগং। সভাপতিত্ব করেন প্রধান কারবারী থোয়াইসা মার্মা।
ভুক্তভোগীর অভিযোগ, প্রথমে শৈহাইনু মার্মা তার প্রতি শ্লীলতাহানি করে। পরে তার বন্ধু ক্যাহ্লা ওয়াইং, ক্য ওয়ং সাই, চহাই, উহাই সিং ও ক্য সাই ওয়ং ভয়ভীতি দেখিয়ে একই ধরনের আচরণ করে। বিষয়টি জানাজানি হলেও স্থানীয় সালিশে অভিযুক্তদের দায়মুক্তি দেওয়া হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, পুলিশ খোঁজখবর নিচ্ছে।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, “ভুক্তভোগী বা তার পরিবার আনুষ্ঠানিক অভিযোগ দিলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।”