ফেনীতে গরু চরাতে গিয়ে মিলল গ্রেনেড

গরু চরাতে গিয়ে কৃষকের হাতে গ্রেনেড, এলাকায় চরম আতঙ্ক

টুইট ডেস্ক: ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে গরু চরাতে গিয়ে এক কৃষকের হাতে ধরা পড়ে দুটি গ্রেনেড। এতে মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় কৃষক মামুন গরু চরাতে গেলে একটি গাছের গোড়ায় গ্রেনেড সদৃশ বস্তু দেখতে পান। তিনি দ্রুত স্থানীয়দের জানালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রেনেড দুটি বহু পুরোনো। সম্ভবত মাটির নিচে পুঁতে রাখা ছিল, সাম্প্রতিক বন্যায় ওপরের মাটি সরে গিয়ে সেগুলো দৃশ্যমান হয়।

ফুলগাজী থানার ওসি লুৎফর রহমান জানান, বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা এসে গ্রেনেড পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।