রাবিতে ‘পোষ্য কোটা’ নিয়ে শিক্ষক-ছাত্রদের পাল্টাপাল্টি কর্মসূচি
টুইট ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ‘পোষ্য কোটা’ নিয়ে মঙ্গলবার শিক্ষক ও শিক্ষার্থীরা পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন। সকাল থেকে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা প্রশাসনিক ভবনের সামনে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন। পরীক্ষা ও জরুরি সেবা ছাড়া অধিকাংশ বিভাগ ও দপ্তরের কার্যক্রম বন্ধ থাকে। তারা দাবি করেছেন, প্রাতিষ্ঠানিক সুবিধা আদায় ছাড়া আন্দোলনের উদ্দেশ্য নেই।
দুপুরে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা পোষ্য কোটাকে অযৌক্তিক ও অন্যায় দাবি করে এর পুনর্বহালের চেষ্টা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। বিষয়টি নিয়ে তর্ক ও মতভিন্নতা তৈরি হয়েছে শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে।