দুদক চায় এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব

টুইট ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ ১৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে তাদের সম্পদ ও দায়-দেনার বিবরণী চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, তদন্তের পর তথ্য পর্যালোচনায় এসব কর্মকর্তার নিজ নামে বা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তির নামে বৈধ উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ পাওয়া গেছে। এ কারণে দুদক নির্ধারিত ছক অনুযায়ী তাদের সম্পদের হিসাব চাওয়ার আদেশ জারি করতে যাচ্ছে।

যেসব কর্মকর্তার সম্পদ বিবরণী চাওয়া হয়েছে তাদের মধ্যে এনবিআরের সদস্য মো. লুৎফুল আজিম, সদস্য (আয়কর নীতি) এ কে এম বদিউল আলম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক মো. আলমগীর হোসেন, যুগ্ম কমিশনার মো. তারিক হাসান, অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার কাজী মো. জিয়া উদ্দিন, রেলওয়ে কাস্টমস কমিশনার মো. কামরুজ্জামান, বৃহৎ করদাতা ইউনিটের অতিরিক্ত কমিশনার আব্দুর রশিদ মিয়া সহ আরও ৯ জন রয়েছেন।

এর আগে দুদক এই বছরের জুন ও জুলাই মাসে এনবিআরের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করার কথা জানিয়েছিল।