মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় নিহত তিন শিক্ষককে চিরস্মরণীয় ঘোষণা প্রধান উপদেষ্টার
টুইট ডেস্ক: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানমকে মানবতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে জাতির কাছে চিরস্মরণীয় করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় তিন শিক্ষকের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। এতে উপস্থিত ছিলেন নিহত শিক্ষকদের স্বজনসহ নিকট আত্মীয়রা।
প্রধান উপদেষ্টা বলেন, “যদিও কিছুদিন পার হয়েছে, এই স্মৃতি এখনও সবার মধ্যে দগদগে হয়ে আছে। আমরা শোক প্রকাশ করতে পারি, কিন্তু এই দুঃসহ স্মৃতি মুছে দিতে পারি না। তবে এটুকু বলতে পারি, শোক আপনাদের একার নয়, জাতি এটি সঙ্গে ধারণ করে।”
শিক্ষক মাহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল জানান, দুর্ঘটনার দিন তিনি বার্ন ইনস্টিটিউটে ফোনে তার সঙ্গে কথা বলেছিলেন। “মাহেরীন আমাদের সন্তানদের প্রাণ রক্ষায় নিজের জীবন বিসর্জন দিয়েছে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সে সবার জন্য নিবেদিত প্রাণ ছিল,” বলেন তিনি।
নিহত মাহফুজা খাতুনের মেয়ে আয়েশা সিদ্দিকা জানান, মা ছাড়া তার জীবন অসম্পূর্ণ হয়ে গেছে। শিক্ষক মাসুকা বেগমের ভগ্নিপতি খলিলুর রহমান বলেন, মাসুকা সবসময় অন্যদের জন্য জীবন উৎসর্গ করত।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, “এ ধরনের নাগরিক আমাদের গর্ব, আমাদের আদর্শ। তাদের স্মৃতি ধরে রাখতে যা করা প্রয়োজন, আমরা তা করব। মানবতার এই দৃষ্টান্ত সবসময় আমাদের অনুপ্রাণিত করবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ, স্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদ, মহিলা ও শিশু বিষয়ক, সড়ক পরিবহন ও সেতু, বিদ্যুৎ ও শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক।