অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকারের পাশে থাকবে সেনাবাহিনী

টুইট ডেস্ক: ঢাকা সেনানিবাসে মঙ্গলবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ঘোষণা করেন, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে সেনাবাহিনী সরকারকে সহায়তা করবে। তিনি বলেন, বাহিনী ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

সেনাপ্রধান আরও নির্দেশনা দেন সেনাবাহিনীর শৃঙ্খলা, সততা বজায় রাখা, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো রোধ করা এবং মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব প্রদর্শনের বিষয়ে। তিনি সতর্ক করে বলেন, কেউ ভুয়া তথ্য ছড়িয়ে বাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে পারবে না।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছে। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করতে হবে এবং চেইন অব কমান্ড অক্ষুণ্ন রাখতে হবে।

তিনি উল্লেখ করেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন; প্রতিশোধমূলক কোনো কাজে জড়ানো যাবে না। পাশাপাশি, রাজনৈতিক কর্মকাণ্ড বা নারী নির্যাতনের অভিযোগে কোনো সদস্যের বিরুদ্ধে প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে কাউকে সাজা দেওয়া হবে না।

সেনাপ্রধান অফিসার্স অ্যাড্রেসে আরও বলেন, একজন সেনা কর্মকর্তাকে গড়ে তোলায় রাষ্ট্র ব্যাপক অর্থ ব্যয় করে, তাই কেউ অপরাধে জড়ালে তা রাষ্ট্রের অর্থের অপচয় ছাড়া কিছু নয়।

এর আগে ২১ মে অনুষ্ঠিত অফিসার্স অ্যাড্রেসে তিনি জাতীয় নির্বাচনের সময়সূচি নিয়ে অবস্থান ব্যক্ত করেছিলেন।