রাজশাহীতে বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরের মতো এবারও বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করেছে রাজশাহী ফটোগ্রাফিক সোসাইটি (আরপিএস) এবং বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস)।

মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী ফটোগ্রাফিক সোসাইটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ক্লাব (আরপিসি) এবং ওয়েডিং ফটোগ্রাফি ক্লাব রাজশাহী (ডব্লিউপিসিআর) যৌথভাবে অংশ নেয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল— “দৃশ্যভাষা পড়তে শিখি”।

উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন আলোকচিত্র শিক্ষাপ্রতিষ্ঠান, সোসাইটি, ক্লাব ও সংগঠনের প্রায় ৬০টিরও বেশি সংগঠন সম্মিলিতভাবে কর্মসূচি পালন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা, সাপ্তাহিক দুনিয়া-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক আহমদ শফিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কবি মোহাম্মদ কামাল ও বিশিষ্ট আলোকচিত্রী নাসরুল ইম। সভাপতিত্ব করেন আরপিএস সভাপতি ফরিদ আক্তার পরাগ।

আলোচনায় বক্তারা আলোকচিত্রের ইতিহাস তুলে ধরে বলেন, ১৮৩৯ সালে ফ্রান্সের জ্যাকেুয়ে মান্দে দাগুয়ের এবং ইংল্যান্ডের উইলিয়াম হেনরি ফক্স ট্যালবট ফটোগ্রাফির ভিন্ন ভিন্ন পদ্ধতি উদ্ভাবন করেন। ওই বছরের ১৯ আগস্ট ফ্রান্স সরকার দাগুয়েরকে জাতীয়ভাবে সম্মানিত করলে দিনটি থেকেই বিশ্বব্যাপী আলোকচিত্র দিবস পালিত হতে থাকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরপিএস-এর সহ-সাধারণ সম্পাদক মুরাদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক এ কে এম হাসান ইমাম রাসেল, কোষাধ্যক্ষ আরিফ হোসেন রাসেল, নির্বাহী সদস্য সালাউদ্দিন ও সুমন রেজা। এছাড়া ফারহানা বিনতে সাইকি, খোরশেদ আলম সাগর, মারুফ রানা, বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ক্লাবের সভাপতি নাজমুল হাসানসহ আরপিসি ও ডব্লিউপিসিআরের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেষে সভাপতি ফরিদ আক্তার পরাগ সমাপনী বক্তব্যে অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং রাজশাহীর সকল আলোকচিত্র সংগঠনের অগ্রগতি কামনা করেন।