ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

টুইট ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ও প্রখ্যাত জাতীয় নেতা ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্যারিস্টার সালাম তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার রাজধানীর কাকরাইলস্থ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আব্দুল মঈন খান।

সভায় ব্যারিস্টার সালাম তালুকদার ফাউন্ডেশনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, বিএনপি’র জাতীয় নেতারা বক্তব্য রাখেন। এছাড়া প্রয়াত নেতার সহধর্মিনী ও একমাত্র কন্যা উপস্থিত থেকে তার স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে বিএনপি নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার কে এম জুয়েল, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য।

আলোচনা শেষে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।