বাগমারায় কাঁচি প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-৪ (বাগমারা) আসনে চতুর্থবারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। তিনি এবার কাঁচি প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার আউচপাড়া ইউনিয়নের হাট খালগ্রাম বাজারে কাঁচি প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে ওই এলাকায় নির্বাচনী কার্যক্রমের শুরু করেন তিনি।
এছাড়াও শুভডাঙ্গা, বাসুপাড়া ইউনিয়ন ও ভবানীগঞ্জ পৌরসভার ব্র্যাক মোড়ে কাঁচি প্রতীকের নির্বাচনী অফিসের উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজেকে বাগমারার জনগণের প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এছাড়াও আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, দপ্তর সম্পাদক আতিকুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, বাহার আলী, আফসারুজ্জামান, শাহাদৎ হোসেন, মাসুদ রানা, আব্দুল করিম সরদার, ফরিদ উদ্দীন, যুবলীগ নেতা বিদ্যুৎ কুমার, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হান্নান, নাইম আদনান, স্বেচ্ছাসেবকলীগ নেতা আতিক বাসার সবুজ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।






