শেখ হাসিনার বিরুদ্ধে ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
টুইট ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে চলমান মামলায় আজ (১৮ আগস্ট) পর্যন্ত ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।
সোমবার ট্রাইব্যুনালে আরও ৩ জন সাক্ষীর জেরা সম্পন্ন হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী বুধবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, মিজানুল ইসলাম ও গাজী এস এইচ তামিম। পলাতক শেখ হাসিনা ও কামালের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। গ্রেফতার হয়ে হাজির থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে ছিলেন আইনজীবী জায়েদ বিন আমজাদ।
মামলার অভিযোগ অনুসারে, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে অভিযুক্তদের সংশ্লিষ্টতা রয়েছে। এই মামলার আগে ও পরে শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা চলছে।