তিন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

টুইট ডেস্ক: জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (১৮ আগস্ট) শিক্ষা, পানিসম্পদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।

শিক্ষা মন্ত্রণালয়:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন রেহানা পারভীন। তিনি পূর্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রেহানা পারভীন শিক্ষা মন্ত্রণালয়ের ইতিহাসে প্রথম নারী সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

পানিসম্পদ মন্ত্রণালয়:

সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোকাব্বির হোসেন, যিনি আগেও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়:

নতুন সচিব হয়েছেন মোহাম্মদ আবু ইউছুফ, যিনি অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই শিক্ষার্থীদের আপত্তির কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চুক্তিভিত্তিক সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়। এছাড়া, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান রবিবার পিআরএলে গেছেন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহিউদ্দিন ৪ আগস্ট অবসরে গিয়েছেন।