তিন শর্ত পূরণ করলে পুরুষদের পিতৃত্বকালীন ছুটি দেওয়া সম্ভব: স্বাস্থ্য উপদেষ্টা
টুইট ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, পুরুষদের পিতৃত্বকালীন ছুটি দেওয়ার ক্ষেত্রে তিনটি শর্ত পূরণ করতে হবে। তিনি বলেন, “শিশুকে যথাযথ সময় দিতে হবে, যত্ন নেওয়ায় সমান অংশগ্রহণ থাকতে হবে এবং শিশুর মায়ের সেবা করতে হবে। পিতৃত্বকালীন ছুটি দেওয়ার ক্ষেত্রে এই শর্তগুলো লিখিতভাবে থাকতে হবে।”
তিনি এসব কথা বলেন সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায়। বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের সহযোগিতায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এ কর্মশালার আয়োজন করেছে। এবারের প্রতিপাদ্য ছিল, “মাতৃদুগ্ধ পানকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক পরিবেশ গড়ে তুলুন।”
নুরজাহান বেগম আরও বলেন, শিশুদের গুঁড়া দুধ খাওয়ানোর বদলে সমন্বিতভাবে মাতৃদুগ্ধের ওপর জোর দেওয়া প্রয়োজন। তিনি বলেন, “মায়ের স্বাস্থ্য ভালো থাকলে শিশুর জন্য দুধের গুণমানও ভালো হবে। তাই মায়ের সুস্বাস্থ্য নিশ্চিত করা জরুরি।” তিনি বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের, যেমন এনজিও কর্মী, ধর্মীয় নেতাদেরও সচেতনতা বৃদ্ধির ভূমিকা রাখতে আহ্বান জানান।
সভায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সরোয়ার বারী বলেন, “মেধাসম্পন্ন জাতি গড়ে তুলতে মাতৃদুগ্ধ নিশ্চিত করা অপরিহার্য। যদিও মাতৃদুগ্ধের হার ৬৫ শতাংশ থেকে কমে ৫৮ শতাংশে নেমেছে, তবুও এটি শিশুর জন্য সবচেয়ে উপকারী।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ডা. সাইদুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নাজমুল হোসেন, বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এসকে রায় ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. সারিয়া তাসনিম প্রমুখ।