গত ৭ মাসে পারিবারিক সহিংসতায় ৩২২ জন ও স্বামীর হাতে নিহত ১৩৩ নারী
টুইট ডেস্ক: দেশে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত পারিবারিক সহিংসতায় ৩২২ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে স্বামীর হাতে খুন হয়েছেন ১৩৩ নারী। এ তথ্য জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার ওপর ভিত্তি করে প্রকাশিত এক প্রতিবেদনে।
আসকের তথ্য অনুযায়ী, এ সময়ে দেশে ৩৬৩টি পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মৃত্যু হয়েছে ৩২২ জনের, যার মধ্যে ২০৮ জন নারী ও শিশু। আত্মহত্যা করেছেন ১১৪ জন।
পরিসংখ্যান অনুসারে, সবচেয়ে বেশি হত্যার ঘটনা ঘটেছে স্বামীর হাতে। এছাড়া স্বামীর পরিবারের সদস্যদের হাতে নিহত হয়েছেন ৪২ জন এবং অন্যান্য পরিবারের সদস্যদের হাতে নিহত হয়েছেন ৩৩ জন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় নারী সুরক্ষা হেল্পলাইন “১০৯”-এর তথ্য অনুযায়ী, একই সময় ৪৮,৭৪৫টি কল এসেছে, যেখানে নারীরা শারীরিক-মানসিক নির্যাতনের জন্য সহায়তা চেয়েছেন। জাতীয় জরুরি সেবা “৯৯৯”-এর তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত ১৭,৩৪১টি কল এসেছে। এর মধ্যে ৯,৭৪৬টি পারিবারিক নির্যাতনের অভিযোগ, যার মধ্যে ৯,৩৯৪টি কল এসেছে স্বামীর বিরুদ্ধে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মনিরুল আই খান এই সমস্যার পেছনে পিতৃতান্ত্রিক সংস্কৃতি ও আইন প্রয়োগের দুর্বলতাকে দায়ী করেছেন। তিনি বলেন, “নারীদের অবশ্যই নির্যাতনমূলক সম্পর্ক থেকে বের হতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি। শাস্তির ভয় থাকলে নির্যাতন কমে।”