চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াত নেতা আটক
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে জামায়াত নেতা নাজমুল হক সাকিব (৩৫) ও সৌদি প্রবাসী সানাউল্লাহ’র স্ত্রীকে (২৮) হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। রোববার গভীর রাতে উপজেলার কানসাট ইউনিয়নের শিবনগর এলাকায় সৌদি প্রবাসীর বসতঘর থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তি নাজমুল হক সাকিব উপজেলার কানসাট ইউনিয়নের শিবনগর স্কুলটোলা গ্রামের মফিদুল ইসামের ছেলে ও কানসাট ইউনিয়ন জামায়াতের ৬নং ওয়ার্ডের সেক্রেটারী। আটকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়েছে। আটক ব্যক্তি নাজমুল হক সাকিব পেশায় কসমেটিক ব্যবসায়ী। স্থানীয়রা জানায়, কানসাট ইউনিয়নের শিবনগর এলাকায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে নাজমুলের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। প্রায়ই তিনি ওই নারীর ঘরে অবাধে যাতায়াত করতেন।
ওঁত পেতে থাকা স্থানীয় লোকজন গভীর রাতে নারীসহ তাকে আটক করেন। পরে উভয় পরিবারের সদস্যরা তাদেরকে জিম্মায় নিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আপোষ মিমাংসা হবে বলে জানিয়েছে এলাকাবাসী। উপজেলা জামায়াতের সাবেক আমির ও কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মূলকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য মেলেনি।
এ বিষয়ে শিবগঞ্জ থানার এসআই (উপপরিদর্শক) ও কানসাট ইউনিয়নের বিট অফিসার ইমরান হোছাইন বলেন, বিষয়টি শুনেছি। তবে কেউ লিখিত অভিযোগ করেননি। বিস্তারিত পরে জানানো হবে।