ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য ওয়াশিংটনে জেলেনস্কি

টুইট ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য ওয়াশিংটনে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

স্থানীয় সময় রোববার রাতে ওয়াশিংটনে পৌঁছে স্থায়ী শান্তির আহ্বান জানিয়েছেন তিনি। সকল পক্ষ যুদ্ধের দ্রুত অবসান চায় বলে উল্লেখ করেন জেলেনস্কি।

আজ সোমবার ইউরোপীয় নেতাদের একটি দলসহ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন জেলেনস্কি। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেছেন, ‘আমরা সকলেই দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে এই যুদ্ধের অবসান ঘটানোর দৃঢ় ইচ্ছা পোষণ করি।’

ইউক্রেন ইস্যুতে কোনো চুক্তি ছাড়াই আলাস্কায় ট্রাম্প-পুতিন শীর্ষ বৈঠক শেষ হওয়ার ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গত ১৫ আগস্ট আলাস্কায় তিন ঘন্টা ধরে চলা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে মধ্যে বৈঠক শেষে কোনো ধরনের চুক্তি বা যুদ্ধ থামানোর ঘোষণা আসেনি। ট্রাম্প অবশ্য জানিয়েছেন, তাদের মধ্যে যে আলোচনা হয়েছে সেটির মাধ্যমে চুক্তি করা সম্ভব।