বাংলাদেশে আরও ফিলিস্তিনি পণ্য আমদানির আহ্বান
ফিলিস্তিনি রাষ্ট্রদূতের কৃতজ্ঞতা প্রকাশ
টুইট ডেস্ক: বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান।
রোববার স্টেট হাউস জমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই কৃতজ্ঞতা জানান।
রাষ্ট্রদূত রামাদান গাজায় চলমান মানবিক বিপর্যয়ের কথা উল্লেখ করে বলেন, “খাবার নেই, ওষুধ নেই। শিশুদের ওপরই সবচেয়ে বেশি আঘাত আসছে।” তিনি জানান, বাংলাদেশ সরকার ও সাধারণ মানুষ ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। অনেকে অর্থ পাঠাচ্ছেন খাদ্য ও চিকিৎসা সহায়তার জন্য, যা ফিলিস্তিনি জনগণ কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছে।
তিনি বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী ঘোষিত ‘গ্রেটার ইসরায়েল’ মানচিত্রের নিন্দা জানাতে মুসলিম দেশগুলোর সঙ্গে যোগ দেওয়ার জন্য। একই সঙ্গে তিনি বাংলাদেশের বাজারে আরও বেশি ফিলিস্তিনি পণ্য আমদানির বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান।
রাষ্ট্রদূত রামাদান অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়ে এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
এসময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অব্যাহত সংহতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “বাংলাদেশের জনগণ আপনাদের পাশে আছে। সরকার সহায়তা অব্যাহত রাখবে।”
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, আগামী দিনে আরও অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এবং শেষ পর্যন্ত একটি টেকসই দ্বিরাষ্ট্র সমাধান প্রতিষ্ঠিত হবে।