বিদেশের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

টুইট ডেস্ক: বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত সব কূটনৈতিক মিশন, দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট, অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। তবে এই নির্দেশ কোনো লিখিত চিঠি বা ই-মেইলে নয়, বরং টেলিফোন কলের মাধ্যমে জানানো হয়েছে।

কূটনৈতিক সূত্র বলছে, অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে ফোনে নির্দেশনা দিয়ে অন্য মিশনগুলোতেও খবরটি পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের উপরই নজরদারির দায়িত্ব বর্তেছে যে, নির্দেশ বাস্তবায়ন হচ্ছে কি না।

দক্ষিণ এশিয়া, এশিয়া-প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের একাধিক মিশনের সঙ্গে যোগাযোগে জানা গেছে— অনেকেই এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি। তবে অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন, তারা সরাসরি সরকারের কাছ থেকে এ ধরনের বার্তা পেয়েছেন।

দূতাবাস সূত্রে জানা যায়, বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে রাষ্ট্রপতির ছবি টানানো ছিল। নতুন নির্দেশে এসব ছবি অবিলম্বে নামিয়ে ফেলতে বলা হয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতে কোনো রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্র বা সরকারপ্রধানের ছবি মিশনে প্রদর্শন করা হবে না।

বিদেশে কর্মরত একাধিক কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে স্বীকার করেছেন, তারা টেলিফোনে এই বার্তা পেয়েছেন। যদিও অনেকেই এখনো আনুষ্ঠানিক নথি পাননি, তবুও বার্তাটি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে।

এই পদক্ষেপের কারণ নিয়ে সরকার এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। বিশ্লেষকদের মতে, এটি প্রশাসনিক নীতি পরিবর্তন, কূটনৈতিক বার্তা কিংবা রাজনৈতিক সিদ্ধান্তের অংশ হতে পারে। তবে এর পেছনের প্রকৃত উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়।

সুত্র: ইত্তেফাক