গণপিটুনিতে নিহত রূপলালের পরিবারকে সহায়তা দিল বিএনপি
রূপলালের পরিবারকে উপজেলা বিএনপি’র অনুদান?
এম এ শাহীন, রংপুর: রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে নিহত রূপলালের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ডাঙ্গাপাড়ায় নিহত রূপলালের বাড়িতে তার স্ত্রী শ্রীমতি মালতির হাতে নগদ ৭০ হাজার টাকা তুলে দেন বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো: সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম মন্ডল, জেলা বিএনপি সদস্য মতিয়ার রহমান, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিঠু, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী শাহীন, কোবায়দ হোসেন, কুর্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মহিউদ্দিন ইয়াহিয়া কাজলসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতারা নিহত রূপলালের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং কঠিন সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ৯ আগস্ট শনিবার উপজেলার সয়ার ইউনিয়নের বটতলা এলাকায় ভ্যানচুরির সন্দেহে স্থানীয় কিছু উশৃঙ্খল জনতা রূপলালকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।