চাঁদা না দেওয়ায় প্রবাসীকে কু’পিয়ে আহত

টুইট ডেস্ক: বেগমগঞ্জে চাঁদার টাকা না দেওয়ায় মো. সালাউদ্দিন ওরফে রিদন (৩২) নামে এক প্রবাসীকে এলোপাতাড়ি কুপিয়ে বাম হাতের কবজি কেটে দেয়া হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার কন্ট্রাক্টর পোলের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রিদনকে গুরুতর অবস্থায় প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। হামলাকারীরা তার কাছে থাকা ৫ লক্ষ টাকা, একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নিয়েছে।

রিদনের পরিবারের অভিযোগ, হামলাকারীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রকি, সোহাগ, রাহাত ও ফাহাদ। ঘটনার আগে তারা রিদনের কাছে চাঁদা দাবি করলেও তিনি দিতে অস্বীকার করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। ভুক্তভোগী পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।