নওগাঁয় আত্রাই নদের বেড়িবাঁধ ভাঙার ফলে ২০০ পরিবার পানিবন্দী

নিজস্ব প্রতিবেদক : নওগাঁর মান্দা উপজেলার চকরামপুর এলাকায় আত্রাই নদের বেড়িবাঁধ ভেঙে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে স্থানীয় লোকালয়ে পানি ঢুকে ২০০টিরও বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নওগাঁ কার্যালয় জানিয়েছে, শিমুলতলী পয়েন্টে নদের পানি বিপৎসীমার ১৪ দশমিক ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মান্দার জোতবাজার পয়েন্টে পানি সকাল ৯টায় ৩১ দশমিক ৬৫ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

স্থানীয়রা অভিযোগ করছেন, ১০ বছরের মধ্যে ছয়বার বেড়িবাঁধ ভেঙে অঞ্চলটি প্লাবিত হয়েছে। বাঁধের সংস্কারের অভাবে দুর্ভোগের মাত্রা বাড়ছে। নুরুল্লাবাদ, প্রসাদপুর, কালিকাপুর ও বিষ্ণুপুর ইউনিয়নের ঘর-বাড়ি ও ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

চকরামপুর এলাকার বাঁধের ভাঙা স্থান দিয়ে বর্তমানে পারাপারের জন্য বাঁশের সাঁকোও ভেসে গেছে। নওগাঁ পাউবো জানিয়েছে, ধামইরহাট ও মান্দা এলাকার পানি আগামী দু-তিন দিনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।