রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমার কর্মকারের বিরুদ্ধে একই বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ৪ আগস্ট ছাত্রীটি অধ্যাপকের চেম্বারে গিয়ে ক্লাসে উপস্থিতির হার জানার জন্য যোগাযোগ করলে, অধ্যাপক তাকে অশোভনভাবে স্পর্শ করেন এবং কুরুচিপূর্ণ প্রস্তাব দেন।
অভিযোগের পর বিভাগের শিক্ষকদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম জানান, কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। তবে তদন্ত কমিটির সদস্যদের সংখ্যা ও পরিচয় প্রকাশ করা হয়নি।
অভিযুক্ত অধ্যাপক প্রভাস কুমারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া গেছে।