লন্ডনে সিজদা দিয়ে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা: হাসনাত
টুইট ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “যাকে গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে, তিনি লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান কোনো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রেস কনফারেন্স করেছেন কি না, তা বিবেচনা করার বিষয়।”
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলামোটরে অনুষ্ঠিত ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, মিডিয়া এখন রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেছে। প্রশাসনে সচিবালয়ের অফিস শেষ হওয়ার আগে বিভিন্ন এলাকায় লাইন দেয়া শুরু হয়। জাতীয়তাবাদী রাজনৈতিক দলের কিছু নেতার শত্রুজ্ঞান থাকা সত্ত্বেও, ৫ আগস্টের ঘটনার কারণ ধরে নতুন রাষ্ট্রব্যবস্থার দিকে যাওয়াই প্রয়োজন।
তিনি চ্যালেঞ্জ করে বলেন, “যে কেউ প্রমাণ দেখাতে পারলে যে আমরা দুর্নীতি করেছি, আমরা রাজনীতি থেকে ইস্তফা দেব।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সময় নিয়ে আমাদের সমস্যা নেই, তবে নির্বাচন অবশ্যই গণপরিষদ পদ্ধতিতে হতে হবে। পুরনো সংবিধানকে ফ্যাসিবাদের পাঠ্যবই হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আমরা নতুন সংবিধান চাই এবং আসন দিয়ে আমাদের কেউ কিনতে পারবে না। আমরা বিক্রি হতে আসিনি।”