রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, বাঘা : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা কামনায় বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) এশার নামাজের পর বাজুবাঘা ইউনিয়নের চণ্ডিপুর বাজারে আমেরিকান প্রবাসী আমিনুল ইসলাম মিঠুর উদ্যোগে এবং স্থানীয় বিএনপির সহযোগিতায় এ আয়োজন হয়। এতে বক্তব্য দেন মিঠুর পিতা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হামিদুল ইসলাম (হায়দার মেলেটারি), ফরিদ আহমেদ ও রবিউল ইসলাম। দোয়া পরিচালনা করেন মাওলানা বেলাল হুসাইন।

এর আগে বিকেলে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের রাজশাহী জেলা শাখার উদ্যোগে আরেকটি আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সহ-সভাপতি আশরাফুজ্জামান বিদ্যুত। প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল হক বাবুল। বিশেষ অতিথি ছিলেন আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ রঞ্জু, সহ-সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম, সহ-সম্পাদক শহিদুল ইসলাম ও মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়েল।

বক্তারা বলেন, খুব শিগগিরই দেশনায়ক তারেক রহমান দেশে ফিরে এসে নেতৃত্ব দেবেন। দোয়া পরিচালনা করেন মাওলানা সাজেদুর রহমান। পরে চারঘাট-বাঘাসহ চারটি অনুমোদিত কমিটি হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে। তিনি এ বছর ৮১ বছরে পা দিয়েছেন।