রাজশাহীতে খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে শাহ্ মুখদুম থানা বিএনপির কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়।
শাহ্ মুখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক।
সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাঁর রাজনৈতিক অবদান স্মরণ করেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অমলিন হয়ে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী নেস্কো শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজি. নং বি-২২৩৭) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ১৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোমিনুর জামান টোকন, শাহ্ মুখদুম থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম, থানা যুবদল নেতা নাইমুল ইসলাম রাজুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং প্রয়াত বিএনপি নেতা-কর্মীদের রুহের মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করা হয়।