রাজশাহী গোদাগাড়ীতে খালেদা জিয়ার জন্মদিন ও দলীয় অফিস উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল এবং নতুন দলীয় অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে গোদাগাড়ী থানার ৪ নম্বর ঋষিকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পলাশী গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের আগামী দিনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার কে এম জুয়েল।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অংশ নেন। উপস্থিতদের মধ্যে ছিলেন মোহাম্মদ সেলিম রেজা, মোঃ শুভর আলী, মোহাম্মদ আলালুদ্দিন সরকার, মোঃ আব্দুর রাজ্জাক খান, মোঃ সাদ্দাম হোসেন, মোহাম্মদ নাসির মন্ডল, মোহাম্মদ নাজমুল হক, মোহাম্মদ বোরহান খানসহ অনেকে।
দোয়া মাহফিল পরিচালনা করেন পলাশী বাইতুল আমান জামে মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ মমতাজ উদ্দিন।