আজ ১৫ আগস্ট, শেখ মুজিবকে সপরিবারে হ/ত্যার দিন
শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
স্টাফ রিপোর্টার: আজ ১৫ আগস্ট, জাতির ইতিহাসের এক শোকাবহ দিন—শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে ভোরে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের একাংশের অভ্যুত্থানে নিহত হন স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসাবে অভিহিত শেখ মুজিবুর রহমান।
ওই অভ্যুত্থানে তার নিকটাত্মীয়সহ মোট ২৬ জন প্রাণ হারান। বিদেশে থাকায় তার দুই কন্যা—বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা—প্রাণে বেঁচে যান।
স্বাধীনতার নেতৃত্ব থেকে একনায়কতন্ত্র
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ তারই নামেই পরিচালিত হলেও, পুরো যুদ্ধকালীন সময়ে তিনি পশ্চিম পাকিস্তানে বন্দি ছিলেন। মুক্তির পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।
স্বাধীনতার মাত্র তিন বছর পর, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি, সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে গঠন করেন একদলীয় বাকশাল। সমর্থকরা একে জাতীয় ঐক্যের প্রচেষ্টা হিসেবে দেখলেও, সমালোচকরা এটিকে একনায়কতান্ত্রিক পদক্ষেপ বলে আখ্যা দেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একদলীয় শাসন, দুর্নীতি এবং আইনশৃঙ্খলার অবনতিই ১৫ আগস্টের অভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল।
নৃশংস হত্যাকাণ্ড
১৫ আগস্ট ভোরে ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে নির্বিচার হত্যাযজ্ঞে শেখ মুজিবুর রহমানের সঙ্গে নিহত হন—তার সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, ভাই শেখ আবু নাসের, আত্মীয় শেখ ফজলুল হক মনি ও তার স্ত্রী আরজু মনি, আবদুর রব সেরনিয়াবাত, তার পরিবার ও আরও কয়েকজন ঘনিষ্ঠজন। নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল এবং এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমানকেও হত্যা করা হয়।
অভ্যুত্থানের পর দেশে তৎক্ষণাৎ সামরিক শাসন জারি হয়। লক্ষণীয় যে, এই ঘটনার পর দেশজুড়ে কোনো তাৎক্ষণিক জনবিক্ষোভ দেখা যায়নি। তবে পরবর্তী দশকগুলোতে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়, সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে তার অবদান স্মরণ করা হয়।
৫০ বছরের প্রেক্ষাপট
অর্ধশতাব্দী পেরিয়ে আজও ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে গভীর বেদনা ও রাজনৈতিক বিতর্কের প্রতীক হয়ে আছে। সীমিত সংখ্যক রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। ইতিহাসবিদরা মনে করেন, এই দিনটি কেবল একটি ব্যক্তির মৃত্যু নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়, যা বাংলাদেশের ভবিষ্যতকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করেছে।