সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নরদের পরিবারের ব্যাংক হিসাব তলব
টুইট ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের পরিবারের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। শুধু তাঁদের নিজস্ব হিসাব নয়, তাঁদের স্ত্রী, সন্তান এবং সন্তানদের স্বামী বা স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।
সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে বিএফআইইউ দেশের সব ব্যাংকে চিঠি পাঠিয়েছে। চিঠিতে প্রতিটি হিসাবের অর্থ লেনদেনের তথ্য, হিসাব খোলার ফরম, পরিচয়পত্রের কপি এবং সংশ্লিষ্ট নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো হিসাব বন্ধ থাকলেও তার তথ্য সরবরাহ করতে হবে।
যেসব সাবেক গভর্নরের পরিবারের হিসাব তলব করা হয়েছে, তাঁরা হলেন আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার।
যেসব সাবেক ডেপুটি গভর্নরের পরিবারের হিসাব তলব করা হয়েছে, তাঁরা হলেন এস কে সুর চৌধুরী, এস এম মনিরুজ্জামান, কাজী ছাইদুর রহমান, আবু ফরাহ মো. নাছের, আবু হেনা মো. রাজী হাসান এবং মো. মাসুদ বিশ্বাস। এর মধ্যে এস কে সুর চৌধুরী ও মো. মাসুদ বিশ্বাস বর্তমানে কারাগারে রয়েছেন।
ছয় ডেপুটি গভর্নরের মধ্যে দুজন অতীতে বিএফআইইউর প্রধান ছিলেন, যা এই তদন্তকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদক্ষেপে আর্থিক খাতের অনিয়ম ও দুর্নীতির তদন্তে নতুন মাত্রা যোগ হলো।