ধানমন্ডি ৩২-এ গণপিটুনি, তিনজনকে পুলিশে হস্তান্তর

টুইট ডেস্ক: ১৫ আগস্ট উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থানরত ছাত্র-জনতা তিনজনকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেছে। ঘটনা বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঘটেছে।

জানা গেছে, ওই ব্যক্তির ফোনের ভিডিও কলে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি দেখা যায়। এতে ক্ষিপ্ত হয়ে জনতা তাকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এরপর রাত ৯টার দিকে আরও একজনকে গণপিটুনি দেওয়া হয়; পুলিশ এসে তাকে উদ্ধার করে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “তিনজনকে আটক করা হয়েছে। তাদের ফোন পরীক্ষা ও জিজ্ঞাসাবাদ করা হবে। নির্দোষ হলে ছেড়ে দেওয়া হবে, দোষী হলে ব্যবস্থা নেওয়া হবে।”