অবৈধ সম্পদ মামলায় পাপিয়া ও স্বামীর সাড়ে তিন বছর করে কারাদণ্ড
টুইট ডেস্ক: অবৈধ সম্পদ অর্জনের দায়ে নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে সাড়ে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাস করে কারাভোগ করতে হবে।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহা. আবু তাহের এই রায় ঘোষণা করেন। রায়ে উল্লেখ করা হয়, আসামিরা এ পর্যন্ত যে সময় কারাভোগ করেছেন, তা সাজার মেয়াদ থেকে বাদ যাবে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন পাপিয়া ও তার স্বামী, পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার অভিযোগে জানা যায়, ২০১৯ সালের ১২ অক্টোবর থেকে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পাপিয়া ঢাকার ওয়েস্টিন হোটেলের ২৫টি রুমে অবস্থান করে রুম-নাইট, রেস্তোরাঁর খাবার, মদ, স্পা, লন্ড্রি, মিনি বার বাবদ মোট ৩ কোটি ২৩ লাখ ২৪ হাজার ৭৬১ টাকার বিল নগদ পরিশোধ করেন। এ সময় প্রায় ৪০ লাখ টাকার শপিংও করেন তিনি, যার কোনো বৈধ উৎস দেখাতে পারেননি।
দুদকের অনুসন্ধানে আরও বেরিয়ে আসে, তার এবং তার স্বামীর নামে সর্বমোট ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার অবৈধ সম্পদের তথ্য। এর মধ্যে ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত বাসাভাড়া বাবদ ৩০ লাখ টাকা, গাড়ির ব্যবসায় বিনিয়োগকৃত ১ কোটি টাকা, নরসিংদীতে কেএমসি কার ওয়াশ সলিউশনে বিনিয়োগকৃত ২০ লাখ টাকা এবং বিভিন্ন ব্যাংকে জমাকৃত ৩০ লাখ ৫২ হাজার ৯৫৮ টাকার বৈধ উৎস পাওয়া যায়নি।
এ ছাড়া র্যাবের অভিযানে তাদের বাসা থেকে ৫৮ লাখ ৪১ হাজার টাকা ও সুমনের নামে নিবন্ধিত ২২ লাখ টাকার একটি হোন্ডা সিভিক গাড়ি উদ্ধার করা হয়, যার বৈধ উৎসও দেখাতে পারেননি তারা।