রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘৩৬ জুলাই: মুক্তির উৎসব’ ১৫ আগস্ট
নিজস্ব প্রতিবেদক: বহু প্রতীক্ষার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের বহুল আলোচিত সাংস্কৃতিক আয়োজন ‘৩৬ জুলাই: মুক্তির উৎসব’।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চত্বরে এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটি এ ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৩৬ জুলাই মুক্তির উৎসব বাস্তবায়ন কমিটির সদস্য সামসাদ জাহান। উপস্থিত ছিলেন কমিটির সদস্য সালাউদ্দিন আম্মার ও কে এস কে হৃদয়। আয়োজকরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,“নিরাপত্তা নীতিমালা মেনে সহযোগিতা করুন, যাতে ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ে আরও বড় ও মানসম্মত সাংস্কৃতিক আয়োজন করা সম্ভব হয়।”
লিখিত বক্তব্যে জানানো হয়, নানা নাটকীয়তার কারণে নির্ধারিত সময়ে আয়োজনটি অনুষ্ঠিত না হলেও আগামী ১৫ আগস্ট, শুক্রবার বিকেল থেকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বসবে এই উৎসবের আসর। ইভেন্টটি টিকিট ছাড়াই সবার জন্য উন্মুক্ত, তবে শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান, প্রাক্তন ও নবাগত (৭২তম ব্যাচ) শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
উৎসবে প্রবেশের সময় দুই ধাপে নিরাপত্তা চেকিং করা হবে—প্রথম ধাপ বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রধান গেটে, দ্বিতীয় ধাপ স্টেডিয়াম গেটে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্টুডেন্ট আইডি কার্ড এবং নবাগতদের ভর্তি ফর্মের ফটোকপি গেট পাস হিসেবে গণ্য হবে।
বিকেল ৩টায় গেট খোলা হবে। পুরুষ শিক্ষার্থীরা ভিআইপি (মেইন গেইট) দিয়ে এবং নারী শিক্ষার্থীরা বিজয়-২৪ হলের পাশের গেইট দিয়ে প্রবেশ করবেন। আয়োজকরা জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে নারী-পুরুষের জন্য আলাদা প্রবেশপথ নির্ধারণ করা হয়েছে।
তামাকজাত পণ্য, বড় ব্যাগ বা পার্স, ব্যবহৃত হ্যান্ডসেট ছাড়া অন্য ইলেকট্রনিক ডিভাইস (পাওয়ার ব্যাংক, চার্জার, ব্লুটুথ স্পিকার ইত্যাদি), কোনো ধরনের অস্ত্র বা দাহ্য পদার্থ প্রবেশ করানো যাবে না। নারীদের পার্সের মাপ ১০”দ্ধ৬” এর বেশি হলে প্রবেশ নিষিদ্ধ হবে। নিরাপত্তা নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মোটরসাইকেল, অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও সাইকেল স্টেডিয়াম গেইটের সামনে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।