রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন অব্যাহত
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : নানা কর্মসূচির মধ্যে দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ডিপিপির অনুমোদনের দাবিতে ১৬ দিনের বৃহস্পতিবার বেলা ১২টা হতে যমুনা সেতুর পশ্চিম পার গোল চত্বর মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে শিক্ষার্থীরা। তারা এক দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। তখন বন প পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের পদত্যাগ চেয়েও নানা ব্যাঙ্গাত্বক স্লোগান দেয়। তখন থেকে ঢাকা ও উত্তরবঙ্গ ৪ লেনেই আটকা পড়ে অগণিত যানবাহন। যাত্রীরা এজন্য চরম দুর্ভোগ পোহাচ্ছে।
আন্দোলনে থাকা শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় পড়াশোনার সঠিক মান না পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও কথা জানান তারা।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৬শে জুলাই জাতীয় সংসদে পাশ হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। তারপর থেকে ভাড়া করা ভবন সহ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে। এরপর মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রাউতারা মৌজার ২৩৫ একর জায়গায় ২০১৮ সালে রবিন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রস্তাবিত প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৯ হাজার ২৩৮ কোটি টাকা। তবে প্রকল্প সংশোধনের জন্য ৮ম বারে সর্বশেষ ২০২৫ সালে ১শত একর ভুমির উপর ৫শত ১৯ কোটি ১৫ লাখ টাকা ব্যয় ধরে নতুন করে প্রস্তাব পাঠানো হয়। যা একনেকে অনুমোদেনের নিতিগত সিন্ধান্তের পর্যায়ে থাকলেও সিরাজগঞ্জ থেকে পরিদর্শন শেষে ঢাকায় গিয়ে পরিবেশ উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এই ভুমিতে স্থাপনা না করার প্রস্তাব দেন। এরপর থেকেই বিক্ষোভে নেমেছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।