রাজশাহীতে ডাক্তার-লাইসেন্স নবায়ন ছাড়াই বেসরকারি ক্লিনিকে চলছে রমরমা ব্যবসা
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবার নওহাটায় নিয়মনীতির তোয়াক্কা না করেই গড়ে উঠেছে রেজিস্ট্রেশনবিহীন অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। অধিকাংশ প্রতিষ্ঠানেরই নেই স্বাস্থ্য বিভাগের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। বিশেষ করে নওহাটা হক সুপারমার্কেট এর তৃতীয় তলায় অবস্থিত নজরুল মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বেহাল অবস্থা। অশিক্ষিত লোকজন দিয়ে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ঝুকিপূর্ন অপারেশন করে আসছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে এই নজরুল মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স এর মেয়াদ নাই। পরিবেশ ছাড়পত্র নাই। কালার কোড অনুযায়ী বিন ব্যাবস্থা নাই। ল্যাবের সুব্যাবস্থা নাই। সাইনবোর্ডে থাকলেও ডাক্তার ও টেকনিশিয়ান নাই। এ্যানেসথেসিয়া মেশিন নাই ফলে রোগী অপারেশন করলে মৃৎ্ুয ঝুকি আছে। মানসম্মত অস্ত্রোপচার এর যন্ত্রপাতি নাই।
অপারেশন থিয়েটারের জন্যে যা কিছু প্রয়োজন তা নাই। স্বাস্থ্য অধিদপ্তরের নবায়নের চালান নাই। পরিবেশ অধিদপ্তরের নবায়নের চালান নাই। সাইনবোর্ডে যে সকল বিশেষজ্ঞ ডাক্তরের নাম আছে তাও সঠিক নয়। সার্বক্ষনিক কর্তব্যরত তিনজন এমবিবিএস ডাক্তার থাকার নিয়োম থাকলেও সেখানে একজন ডাক্তারও নেই। কর্তব্যরত ছয়জন ডিপ্লোমা নার্স থাকার নিয়োম থাকলেও সেখানে একজনও নাই।
এছাড়াও বর্জ্য ব্যাবস্থাপনার অনুমতি নাই। ফায়ার সার্ভিসের লাইসেন্স নাই। অগ্নিনির্বাপক সিলিন্ডারের মেয়াদ নাই। আয়কর ও ভ্যাট সার্টিফিকেট নাই। মাদক অধিদপ্তরের লাইসেন্স নাই।
অদক্ষ স্বাস্থ্যকর্মী দিয়ে পরিচালিত অধিকাংশ ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষার নামে অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি ভুল চিকিৎসা হচ্ছে। অভিযোগ রয়েছে, সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে কমিশন পাচ্ছে দালাল চক্র। ফলে উন্নত চিকিৎসাসেবার নামে মানুষ ঠকানোর ব্যবসায় পরিণত হয়েছে। এতে প্রতিনিয়ত অপচিকিৎসার শিকার হচ্ছেন রোগীরা। এলাকার সচেতনমহল এ ব্যাপারে উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন।