তিস্তায় পানি আরও বেড়েছে, ২০ গ্রামের মানুষ পানিবন্দি
টুইট ডেস্ক: টানা বৃষ্টি এবং উজান থেকে আসা ঢলের কারণে লালমনিরহাটে তিস্তা নদীর পানি আরও বেড়েছে। বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। ফলে তিস্তা তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে।
বন্যায় ২০টি গ্রামের প্রায় আট হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ বিতরণ করার কথা জানানো হয়েছে।
বুধবার বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হলেও বৃহস্পতিবার তা বেড়ে ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা।
পানি বৃদ্ধির ফলে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারী, সিন্দুরনা, ডাউয়াবাড়ি, পাটিকাপাড়া, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, আদিতমারী উপজেলার মহিষখোচা ও সদর উপজেলার খুনিয়াগাছ ও রাজপুর ইউনিয়নের ২০টি গ্রামের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে প্রায় আট হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
বাসা বাড়িতে পানি উঠে যাওয়ায় বন্ধ রয়েছে রান্নাবান্নাও।
পানিতে ডুবে আছে রাস্তাঘাট, বসতবাড়ি এবং শিক্ষাপ্রতিষ্ঠান। ডুবে গেছে সবজি এবং রোপা আমন ক্ষেত। এছাড়া তিস্তার পানির সাথে ভেসে গেছে কাঁচা পাটও। গৃহপালিত পশু পাখি নিয়ে বিপাকে রয়েছেন অনেকে।
বন্যার্তদের সব ধরনের সহযোগীতা এবং পর্যাপ্ত ত্রাণ দেয়ার কথা জানিয়েছেন লালমনিরহাটের জেলা প্রশাসক।
এদিকে, পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খোলা রেখেছে পানি উন্নয়ন বোর্ড।