বান্দরবানে ৩ দিনব্যাপী জন্মাষ্টমী উৎসব
ঐতিহাসিক রাজার মাঠে মহাশোভাযাত্রা, মহানামযজ্ঞ ও রাজভোগের আয়োজন!
অসীম রায় (অশ্বিনী): বান্দরবান ঐতিহাসিক রাজার মাঠে ৩ দিনব্যাপী জন্মাষ্টমী উৎসব শুরু হতে যাচ্ছে আগামী ১৫ আগস্ট শুক্রবার। কেন্দ্রীয় শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদ্যাপন পরিষদ-১৪৩২ বাংলা আয়োজিত এ উৎসবকে ঘিরে শহরজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি ও মাইকিং।
নয়নাভিরাম শান্তিতীর্থ বান্দরবানে অনুষ্ঠিত এ উৎসবে ভক্তরা শ্রীকৃষ্ণের আরাধনায় অংশ নেবেন।
দ্বাপর যুগে ভগবান শ্রীবিষ্ণুর অষ্টম অবতার রূপে জন্মগ্রহণ করা শ্রীকৃষ্ণের এই শুভ জন্মতিথি হিন্দু সম্প্রদায়ের কাছে অন্যতম পবিত্র দিন। এ তিথিতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য পূজা-অর্চনা, ধর্মসভা, মহাশোভাযাত্রা ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে।
প্রথম দিন সকাল ৯টা ৩০ মিনিটে ধ্বজা উত্তোলন ও মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করবেন শ্রীমৎ স্বামী অভেদানন্দ ব্রহ্মচারী মহারাজ। দিনব্যাপী থাকছে শ্রীমদ্ভগবদ্গীতা রসতত্ত্ব পরিবেশন, রাজভোগ, মহাপ্রসাদ বিতরণ ও শ্রীকৃষ্ণ কথামৃত।
দ্বিতীয় দিনে সকাল ১০টা ১ মিনিটে শুরু হবে অহোরাত্র তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও মহাশোভাযাত্রা। সেরা সাজে অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান করা হবে। অতিথি থাকবেন বান্দরবান জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ অনেকে।
শেষ দিনে ভোরে গীতাপাঠ, জন্মাষ্টমী পূজা, ধর্মসভা, অষ্টপ্রহর মহানামযজ্ঞ, মহাশোভাযাত্রা ও নামকীর্তনের মধ্য দিয়ে শেষ হবে এই ধর্মীয় উৎসব। তিন দিনব্যাপী এই আয়োজন ভক্তদের মিলনমেলায় রূপ নেবে বলে আশা করছেন আয়োজকরা।