খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

টুইট ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী আগামী শুক্রবার (১৫ আগস্ট) উপলক্ষে ঢাকাসহ সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করছে দলটি।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানিয়েছেন, ঢাকায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বেলা ১১টায় এই মিলাদ অনুষ্ঠিত হবে। এতে সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

রিজভী আরও বলেন, “দেশব্যাপী বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।”

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে ১৫ আগস্টের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার জন্মদিনের কেক কাটা অনুষ্ঠান বন্ধ করা হয়।