এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আবারও কর্মবিরতি ঘোষণা
টুইট ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ আবারও এক মাস সময় বেঁধে দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সারাদেশে কর্মবিরতি এবং লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রেস ক্লাবের সামনে এই ঘোষণা দেন সংগঠনের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি জানান, “আগামী ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস এবং ১৫-১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালিত হবে। এরপরও দাবি মানা না হলে ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে।”
সভায় মন্ত্রণালয় জানিয়েছে, এমপিওভুক্ত কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫০% থেকে ৭৫%-এ উন্নীত করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১,০০০ টাকায় উন্নীত করার বিষয়েও আলোচনা হয়েছে।
তবে মন্ত্রণালয় জানিয়েছে, সব দাবি একসাথে পূরণ করা সম্ভব নয়। এজন্য কত অর্থ প্রয়োজন তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলবে।
অধ্যক্ষ আজিজী বলেন, “আমরা বাড়িভাড়া ভাতার বিষয়টিকেই অগ্রাধিকার দিয়েছি। যদি এক মাসের মধ্যে অর্থ মন্ত্রণালয়ে ডিউ লেটার পাঠানো না হয়, তবে ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”