কূটনৈতিকপাড়ায় সক্রিয় হচ্ছে এনসিপি, আসছে কূটনৈতিক সেল
কূটনৈতিকপাড়ায় সক্রিয় হচ্ছে এনসিপি, আসছে কূটনৈতিক সেল!
টুইট প্রতিবেদন: জুলাই গণঅভ্যুত্থানের পর জন্ম নেওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন কূটনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্যভাবে সক্রিয় হয়ে উঠেছে।
দেশের নীতিনির্ধারণী সভার পাশাপাশি কূটনৈতিকপাড়ায়ও দলের উপস্থিতি বেড়েছে। গত দুই মাসে বেশ কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেছেন এনসিপির শীর্ষ নেতারা।
দলটির সঙ্গে বৈঠক করা কূটনীতিকদের মধ্যে রয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল, চীনা রাষ্ট্রদূত হুয়াও ওয়েনসহ বেশ কয়েকজন বিদেশি কূটনীতিক।
এনসিপির আয়োজিত ইফতার মাহফিলে ভারত, পাকিস্তান, সুইডেন, নরওয়ে, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জার্মানি, চীন, ভিয়েতনাম, রাশিয়াসহ ২৭টি দেশের মিশনপ্রধান উপস্থিত ছিলেন।
গত সোমবার (১১ আগস্ট) ঢাকায় মার্কিন দূতাবাসের বাসভবনে ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ। বৈঠকে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট ও পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন। সেখানে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এর আগে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে দেখা করে এনসিপি প্রতিনিধি দল। হাইকমিশনের বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে তারা এনসিপি নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং অস্ট্রেলিয়া-বাংলাদেশ সম্পর্ক জোরদারের পাশাপাশি এনসিপির নীতিগত অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়েছে।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “জুলাই অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক দল হিসেবে আমরা কূটনৈতিক মহলসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছি। নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে হাইকমিশনগুলো আমাদের ডাকছে। বিএনপি ও জামায়াতের পর এবার মার্কিন রাষ্ট্রদূতও আমাদের আমন্ত্রণ জানিয়েছেন।”
দলীয় সূত্র জানায়, ক্রমবর্ধমান কূটনৈতিক কার্যক্রমকে সুসংগঠিত করতে এনসিপি শিগগিরই একটি কূটনৈতিক সেল গঠন করতে যাচ্ছে। সম্ভাব্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ও যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন। সেল গঠন না হওয়া পর্যন্ত বর্তমান প্রতিনিধিরাই বৈঠকগুলোতে দলের পক্ষে অংশ নেবেন।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দল হিসেবে এনসিপির কূটনৈতিক অঙ্গনে সক্রিয়তা স্বাভাবিক। বিদেশি কূটনীতিকরা দলের ভবিষ্যৎ পরিকল্পনা, জাতীয় নির্বাচন বিষয়ে অবস্থান এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি জানতে আগ্রহী।