নওগাঁর বদলগাছিতে যুব দিবস উদযাপন

প্রযুক্তি নির্ভর যুব শক্তি ও বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি বিষয়ক যুব দিবস উদযাপন!

নওগাঁ সংবাদদাতা: নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও দাবী মৌলিক উন্নয়ন সংস্থার রেইজ প্রকল্পের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে।

এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল প্রযুক্তি নির্ভর যুব শক্তিকে উৎসাহিত করা এবং বহুপাক্ষিক অংশীদারিত্বের মাধ্যমে অগ্রগতির পথে যুবসমাজকে আরও সক্রিয় ও দক্ষ করে গড়ে তোলা।

উদযাপনের শুরুতে বদলগাছি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার জনাবা ইসরাত জাহান ছনি। র‌্যালিটি শেষে বদলগাছি উপজেলা হলরুমে এসে সমাপ্ত হয়।

এরপর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মাজহারুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। তাঁর সঙ্গে ছিলেন সহকারী কমিশনার ভূমি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, প্রেসক্লাবের সভাপতি ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রেইজ প্রকল্পের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমন্বয়কারী মোঃ দুরুল হুদা মন্ডল, সিএমও মোঃ আব্দুল হামিদ, রিজিওনাল ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন, দাবী বদলগাছি শাখার শাখা ব্যবস্থাপক এবং সমৃদ্ধি কর্মসূচীর কর্মকর্তাবৃন্দ।

আলোচকগণ যুবকদের বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ ও আর্থিক (ঋণ) সহায়তার সুযোগ রয়েছে বলে জানান। তারা যুবসমাজকে নিজেকে স্বনির্ভর করে গড়ে তোলার জন্য এসব সুযোগ গ্রহণের আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি বলেন, “আমাদের যুব সমাজ দেশের ভবিষ্যৎ। প্রযুক্তি ও দক্ষতা অর্জনের মাধ্যমে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”

রেইজ প্রকল্পের সমন্বয়কারী মোঃ দুরুল হুদা মন্ডল বলেন, “প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে যুবকদের স্বাবলম্বী করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সরকার ও এনজিওগুলোর সহযোগিতা যুব সমাজকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রাখবে।”