বাংলাদেশ-মালয়েশিয়া ৫ এমওইউ ও ৩ নোট অব এক্সচেঞ্জ সই
টুইট ডেস্ক: বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিনে পুত্রজায়ায় এসব চুক্তি সম্পাদিত হয়।
মঙ্গলবার সকাল ৯টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। চুক্তিগুলো বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি ও জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।