৪৮তম বিসিএসের ৪র্থ ধাপে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

টুইট ডেস্ক: ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদের ২ হাজার ৭৯২ জন প্রার্থীর ১৪ দিনের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

সোমবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিদিন সকাল ১০টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি:

২৪ আগস্ট ২০২৫ (রোববার): সহকারী সার্জন পদের ১৪৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।

২৫ আগস্ট ২০২৫ (সোমবার): সহকারী সার্জন পদের ১৬২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।

২৬ আগস্ট ২০২৫ (মঙ্গলবার): সহকারী সার্জন পদের ২১৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।

২৭ আগস্ট ২০২৫ (বুধবার): সহকারী সার্জন পদের ২১৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।

২৮ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার): সহকারী সার্জন পদের ২১৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।

৩১ আগস্ট ২০২৫ (রোববার): সহকারী সার্জন পদের ২১৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।

১ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার): সহকারী সার্জন পদের ১৬২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।

২ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার): সহকারী সার্জন পদের ২১৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।

৩ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার): সহকারী সার্জন পদের ২১৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।

৪ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার): সহকারী সার্জন পদের ২১৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।

৭ সেপ্টেম্বর ২০২৫ (রোববার): সহকারী সার্জন পদের ২১৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।

৮ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার): সহকারী সার্জন পদের ২১৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।

৯ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার): সহকারী সার্জন পদের ২১৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।

১০ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার): সহকারী সার্জন পদের ১৬৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।

সময়সূচির প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে [www.bpsc.gov.bd] অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে [http://bpsc.teletalk.com.bd] পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তিসঙ্গত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।