তারাগঞ্জে গণপিটুনিতে দুইজন নিহত: মামলায় অজ্ঞাত ৭০০ জন, আটক ৪
আব্দুল্লাহ আল মতিন (শাহীন), তারাগঞ্জ, রংপুর: রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িহাটে গণপিটুনিতে দুইজন নিহত হওয়ার ঘটনায় অজ্ঞাত ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (১০ আগস্ট) নিহত রূপলালের স্ত্রী ভরতি (মালতি) বাদী হয়ে তারাগঞ্জ থানায় মামলা (নং-৪, তারিখ: ১০/৮/২০২৫) করেন।
পুলিশ ও যৌথ বাহিনী রবিবার (১০ আগস্ট) রাতে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। আটককৃতরা হলেন— সয়ার ইউনিয়নের বালাপুর গ্রামের আলিফ উদ্দিনের পুত্র আক্তারুল ইসলাম, একই গ্রামের আজিজুলের পুত্র ইবাদত হোসেন, খান সাহেবপাড়ার আইয়ুব আলীর পুত্র মিজানুর রহমান এবং সয়ার ইউনিয়নের রফিকুল (পিতা অজ্ঞাত)।
ঘটনাটি ঘটে গত ৯ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে সয়ার ইউনিয়নের বুড়িহাট বটতল এলাকায়। স্থানীয়রা চোর সন্দেহে রূপলাল (৫০) ও তার ভাগ্নি জামাই প্রদীপকে (৪৮) পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনাস্থলেই মারা যান রূপলাল। গুরুতর আহত প্রদীপকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রবিবার ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।