বান্দরবানে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: বান্দরবান পৌরসভার আয়োজনে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৪ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “তোমাদের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি জাতির জন্যও গর্বের। মেধা ও পরিশ্রমের সংমিশ্রণেই তৈরি হয় আলোকিত ভবিষ্যৎ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক এস. এম. মনজুরুল হক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার (পিপিএম-বার), লে. কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া (এমফিল), অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জিনিয়া চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি, নেজারত ডেপুটি কালেক্টর মো. আসিফ রায়হানসহ জেলার সরকারি-বেসরকারি কর্মকর্তারা।

অভিভাবক প্রতিনিধি লিপি আক্তার বলেন, “পরিশ্রম ও স্বপ্নের মেলবন্ধনেই গড়ে ওঠে সাফল্য—এসএসসি জিপিএ ৫ কৃতী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন।”

এ বছর বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়, আল-ফারুক ইনস্টিটিউট, বান্দরবান ইসলামিয়া আলিম মাদ্রাসা ও বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সম্মাননা পেয়েছে।

সংবর্ধনা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন অনব চক্রবর্তী, অধিকা মজুমদার, ত্বরিত্রি দাশ ও আনিকা চৌধুরী প্রমুখ।

পৌরসভার সূত্রে জানা যায়, শিক্ষার মানোন্নয়নে এ ধরনের আয়োজন এবারই প্রথম করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।