ইউনূস-খালার দ্বন্দ্বের শিকার ব্রিটিশ এমপি টিউলিপ!

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ: ইউনূস-খালার দ্বন্দ্বের শিকার ব্রিটিশ এমপি!

টুইট ডেস্ক: যুক্তরাজ্যের এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক বাংলাদেশে দুর্নীতি মামলায় আপাতত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দ্বন্দ্বের শিকার বলে দাবি করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকারে টিউলিপ বলেন, ‘আমি ‘কাফকায়েস্ক দুঃস্বপ্নে’ আটকা পড়েছি, যেখানে আমাকে বিদেশে বিচার করা হচ্ছে, অথচ অভিযোগ কী, আমি জানি না।’

বাংলাদেশি কর্তৃপক্ষ অভিযোগ করেছে, তিনি ও তার পরিবারের জন্য ঢাকার পূর্বাচলে ভূমি নিশ্চিত করেছেন এবং রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। টিউলিপ এসব অভিযোগ ‘সম্পূর্ণ অবাস্তব’ বলে উল্লেখ করেন।

তিনি আরও জানান, যুক্তরাজ্যে নিরাপত্তার কারণে বাড়ি পরিবর্তন করেছেন এবং ব্রিটিশ আইনজীবীর পরামর্শ নিচ্ছেন।

২০২৪ সালের অন্তর্বর্তী সরকারের গঠনের পর থেকেই তার বিরুদ্ধে রাজনৈতিক নাটক শুরু হয়েছে, যা তার জীবন ও রাজনৈতিক কেরিয়ারকে প্রভাবিত করেছে।

টিউলিপ বলেন, ‘আমি কখনোই খালার পক্ষে সাফাই গাইতে আসিনি, বরং দেশের জনগণ যাতে ন্যায় পায়, সেটাই চাই।’

যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় তার বিচার প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে।