গাজায় নতুন সামরিক অভিযানের ঘোষণা দিলেন নেতানিয়াহু, আন্তর্জাতিক উদ্বেগ

বিশ্ব ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, খুব শিগগিরই গাজায় নতুন সামরিক অভিযান শুরু হবে। তাঁর দাবি, এই অভিযানের লক্ষ্য হামাসের অবশিষ্ট ঘাঁটি ধ্বংস, জিম্মিদের মুক্তি এবং যুদ্ধের দ্রুত সমাপ্তি ঘটানো।

তিনি বলেন, “গাজা দখলের পরিকল্পনা নেই, তবে নিরাপত্তা নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতেই থাকবে।”

সরকারি সূত্র জানিয়েছে, বেসামরিকদের সুরক্ষার জন্য গাজার ভেতরে “নিরাপদ অঞ্চল” তৈরি করা হবে। কিন্তু জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বলছে, এসব অঞ্চল কার্যকর হবে না এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির ঝুঁকি বাড়াবে।

গত কয়েক দিনে গাজা শহরে ইসরায়েলি বিমান হামলায় বহু বেসামরিক নাগরিক ও সাংবাদিক নিহত হয়েছেন। যুদ্ধ ও অবরোধের কারণে দুর্ভিক্ষ মারাত্মক আকার নিয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাবে, এখন পর্যন্ত অন্তত ২১৭ জন ক্ষুধাজনিত কারণে মারা গেছেন, যাদের মধ্যে ১০০ শিশু। বাস্তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে।

জার্মানি, যুক্তরাজ্যসহ একাধিক দেশ ইসরায়েলের প্রতি অস্ত্র সরবরাহ স্থগিত করেছে এবং নতুন অভিযান বাতিল করার আহ্বান জানিয়েছে।

বিশ্লেষণ: অভিযানটি কৌশলগত সাফল্য আনতে পারে, কিন্তু এর মানবিক ক্ষয়ক্ষতি ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া ইসরায়েলের কূটনৈতিক অবস্থানকে দুর্বল করতে পারে।